এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু আর্ন্তজাতিক সেবা সংগঠন ‘এপেক্স বাংলাদেশে’র ২০১৯ ইংরেজি কার্যবর্ষের নিবাচিত জাতীয় সহ-সভাপতি বা এনভিপি । দিনাজপুরে অনুষ্ঠিত ৪৩তম এপেক্স বাংলাদেশের জাতীয় সম্মেলনে এনভিপি পদে নির্বাচিত হন এবং ২০২০ সালে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতির দায়িত্ব পালন করবেন ।
এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু ২০০২ সাল হতে এপেক্স ক্লাব অব নোয়াখালীর মাধ্যমে এপেক্স যোগদানের মাধ্যমে তাঁর এপেক্স জীবন শুরু হয় । ক্লাব পর্যায়ে তিনি ক্লাব পর্যায়ের সবকটি বা ১১ টি পদেই ( সার্জেন্ট এট আর্মস হতে শুরু করে ক্লাব সভাপতি পর্যন্ত ) দায়িত্ব পালনের কৃতিত্ব ও অভিজ্ঞতা রয়েছে । ২০১৫ সালে জেলা গভর্নর ও ২০১৭ সালে জাতীয় বোর্ড সদস্য হিসেবে তিনি ‘বেস্ট এওয়ার্ড ’ অর্জন করেছেন ।
১৯৮২ সাল হতে এপেক্স আন্দোলনে নোয়াখালী এপেক্স ক্লাবের দৃপ্ত পদচারণা শুরু হলেও বিগত ৩৭ বছরের মাঝে এই প্রথমবার এই ক্লাব হতে ‘এনভিপি ’ পদে একজন নির্বাচিত হয়েছেন । এপেক্স আন্দোলনে এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টুর দীর্ঘ ১৭ বছরের পথ চলায় এপেক্স ক্লাব অব নোয়াখালী’র ক্লাব পর্যায়ের সবকটি পদে তিনি দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে ক্লাব সভাপতি , ২০০৮ সালে সিনিয়র সহ-সভাপতি, ২০০৭ সালে জুনিয়র সহ-সভাপতি ,২০০৬ সালে সেক্রেটারি এন্ড ডিএন এডিটর ,২০০৫ সালে কোষাধ্যক্ষ, ২০০৪ সালে সার্ভিস ডিরেক্টর , ২০০৩ সালে সার্জেন্ট এ্যাট আমর্স , ২০০২ সালে মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর , ২০১০ সালে আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর ,২০১১ সালে ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর ও ২০১২ সালে পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এর দায়িত্ব পালন করছেন । নোয়াখালী এপেক্স ক্লাবের অন্যতম দক্ষ ও যোগ্য এই এপেক্সিয়ান অত্যন্ত পরিশ্রমী ও বহু মাত্রিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে বিনয়ী কিন্তু স্পষ্টভাষী হিসেবে তাঁর পরিচিত রয়েছে। নোয়াখালী জেলার অন্যতম একজন সেরা সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, প্রতিষ্ঠিত সাংবাদিক এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু।
Leave a Reply