এপেক্স বাংলাদেশকে নেতৃত্বে দিচ্ছেন এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু

এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু আর্ন্তজাতিক সেবা সংগঠন ‘এপেক্স বাংলাদেশে’র ২০১৯ ইংরেজি কার্যবর্ষের নিবাচিত জাতীয় সহ-সভাপতি বা এনভিপি । দিনাজপুরে অনুষ্ঠিত ৪৩তম এপেক্স বাংলাদেশের জাতীয় সম্মেলনে এনভিপি পদে নির্বাচিত হন এবং ২০২০ সালে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতির দায়িত্ব পালন করবেন ।
এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু ২০০২ সাল হতে এপেক্স ক্লাব অব নোয়াখালীর মাধ্যমে এপেক্স যোগদানের মাধ্যমে তাঁর এপেক্স জীবন শুরু হয় । ক্লাব পর্যায়ে তিনি ক্লাব পর্যায়ের সবকটি বা ১১ টি পদেই ( সার্জেন্ট এট আর্মস হতে শুরু করে ক্লাব সভাপতি পর্যন্ত ) দায়িত্ব পালনের কৃতিত্ব ও অভিজ্ঞতা রয়েছে । ২০১৫ সালে জেলা গভর্নর ও ২০১৭ সালে জাতীয় বোর্ড সদস্য হিসেবে তিনি ‘বেস্ট এওয়ার্ড ’ অর্জন করেছেন ।
১৯৮২ সাল হতে এপেক্স আন্দোলনে নোয়াখালী এপেক্স ক্লাবের দৃপ্ত পদচারণা শুরু হলেও বিগত ৩৭ বছরের মাঝে এই প্রথমবার এই ক্লাব হতে ‘এনভিপি ’ পদে একজন নির্বাচিত হয়েছেন । এপেক্স আন্দোলনে এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টুর দীর্ঘ ১৭ বছরের পথ চলায় এপেক্স ক্লাব অব নোয়াখালী’র ক্লাব পর্যায়ের সবকটি পদে তিনি দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে ক্লাব সভাপতি , ২০০৮ সালে সিনিয়র সহ-সভাপতি, ২০০৭ সালে জুনিয়র সহ-সভাপতি ,২০০৬ সালে সেক্রেটারি এন্ড ডিএন এডিটর ,২০০৫ সালে কোষাধ্যক্ষ, ২০০৪ সালে সার্ভিস ডিরেক্টর , ২০০৩ সালে সার্জেন্ট এ্যাট আমর্স , ২০০২ সালে মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর , ২০১০ সালে আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর ,২০১১ সালে ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর ও ২০১২ সালে পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এর দায়িত্ব পালন করছেন । নোয়াখালী এপেক্স ক্লাবের অন্যতম দক্ষ ও যোগ্য এই এপেক্সিয়ান অত্যন্ত পরিশ্রমী ও বহু মাত্রিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে বিনয়ী কিন্তু স্পষ্টভাষী হিসেবে তাঁর পরিচিত রয়েছে। নোয়াখালী জেলার অন্যতম একজন সেরা সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, প্রতিষ্ঠিত সাংবাদিক এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*