এপেক্স ক্লাব একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আন্তর্জাতিক সেবা সংগঠন। সমাজকে নিঃস্বার্থ সেবাদান, আদর্শ নাগরিক হওয়া, দেশে বিদেশে সমবয়সী যুব সমাজের মধ্যে বন্ধুত্ব স্থাপন কওে উন্নততর সমাজ ও বিশ্ব গড়ে তোলা এর মূল উদ্দেশ্য। ১৮ হতে ৪৫ বছরের মধ্যে আদর্শ নাগরিকদেও মধ্যে এ ক্লাবের সদস্যপদ সীমিত। এপেক্স একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ “শীর্ষ”। চিন্তায়, চেতনায়, সুনাগরিকত্বে বন্ধুত্বে সকলের শীর্ষে থাকার প্রবল বাসনা এ ক্লাবের সদস্যদে আছে বলেই এপেক্স একটি যথার্থ নাম। এপেক্স ক্লাবের মূল স্তম্ভ তিনটি এপেক্স ক্লাবের সেবাদান কার্যক্রমকে মানবদেহের হ্রদপিন্ডের সাথে তুলনা করা যেতে পারে। সেবা কর্যক্রম ছাড়া কোন এপেক্স ক্লাবের অস্তিত্ব অকল্পনীয়। একজন আদর্শ এপেক্সিয়ানের জীবন তখনই পূর্ণতা পায়, যখন তিনি আর্ত-মানবতার সেবায় আত্মনিমগ্ন হন। সুনাগরিকত্ব একজন নাগরিক রাষ্ট্রের সম্পদ। তাকে অবশ্যই বুদ্ধিদীপ্ত, উদ্যমী, মানবিক মূল্যবোধ এবং দেশাত্ববোধে আদর্শবান হতে হয়।সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব ও বন্ধুত্ব মানুষের প্রধান বৈশিষ্ট্য। এই বন্ধুত্বের বন্ধন প্রতিষ্ঠা ও রক্ষার জন্য চাই উদার ও আত্মত্যাগের মানসিকতা।
এপেক্স ক্লাব একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আন্তর্জাতিক সেবা সংগঠন।
-
এপেক্স কী এবং কেন?
প্রফেসর মোঃ কুদরত-ই খুদা লাইফ গভর্ণর ও অতীত জাতীয় সভাপতি অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান-মানুষের রয়েছে এ পাঁচটি মৌলিক চাহিদা পূরণের প্রাথমিক দায়িত্ব সরকারের উন্নয়নশীল […]
-
এপেক্স ক্লাব একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আন্তর্জাতিক সেবা সংগঠন।
এপেক্স ক্লাব একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আন্তর্জাতিক সেবা সংগঠন। সমাজকে নিঃস্বার্থ সেবাদান, আদর্শ নাগরিক হওয়া, দেশে বিদেশে সমবয়সী যুব সমাজের মধ্যে বন্ধুত্ব স্থাপন কওে উন্নততর […]
-
এপেক্স কেন করবেন?
বাংলাদেশে এপেক্স বাংলাদেশে এপেক্স ক্লাবের বার্তাবহনকারী প্রকৌশলী মোহাম্মদ সুলেমান খান। বাংলাদেশে এপেক্স রশ্মির প্রথম বিচ্ছুরণ ঘটে ১৯৬১ সালে। ঐ বছরের ১৯ জুলাই ঢাকায় প্রতিষ্ঠিত হয় […]
-
৫ই সেপ্টেম্বর Tree plantation Lets make a better Planet ( one lac {এক লাখ}tree plantation campaign) প্রচারণা প্রোগ্রাম
আগামি শনিবার, ৫ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় Tree plantation Lets make a better Planet ( one lac {এক লাখ}tree plantation campaign) প্রচারণা প্রোগ্রামটি লাইভ করা […]
-
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতির জরুরী বার্তা
আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস এর এই ক্রান্তিলগ্নে আমাদের এই দেশ সত্যিকারের এক মহাবিপর্যয়ের মুখোমুখি। করোনা যতটা সমস্যাসঙ্কুল, আমরা এই দেশের মানুষগুলো এটাকে আরো বেশি জটিল […]
Leave a Reply